মেহেরপুরের গাংনী উপজেলার সাবেনগর গ্রামের আমিরুল ইসলাম (৪২) নামের এক আদম বেপারী কে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি চারচারা থেকে র্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আমিরুল ইসলাম সাহেবনগর গ্রামের রঞ্জিত মন্ডলের ছেলে।
অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মনিরুজ্জামান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাহারবাটিতে অভিযান চালায়। এসময় আমিরুলকে আটক করে।
আমিরুল ইসলামের নামে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গাংনী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার আসামী হিসেবে তাকে আটক করে গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব। আটক আমিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় গাংনী থানা। জানা গেছে, কাজিপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশে লোক পাঠায় আমিরুল ইসলাম। বিদেশ যাওয়া লোকজন কাজ না পেয়ে আটক অবস্থা কাটাতে থাকে। এর জের ধরে গত ২৮ ফেব্রুয়ারী ভুক্তভোগীদের পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ৪নং আসামী আমিরুল ইসলাম।
গাংনীতে র্যাবের হাতে প্রতারক আদম বেপারী আটক
Total Page Visits: 566 - Today Page Visits: 1