মেহেরপুরের গাংনীতে একটি স্কুলের চুরি হওয়া বেঞ্চের উপরের কাঠসহ (তক্তা) চোর আটক এবং চুরির কাজে ব্যবহৃত হাতুড়ী উদ্ধার করেছে বামন্দী ক্যাম্প পুলিশ।
বামন্দী ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ মঙ্গলবার রাতে গাংনী উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের টিন কেটে ১৬টি বেঞ্চের উপরের কাঠ (তক্তা) চুরি করে দূর্বৃত্ত কেউ। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমানের নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম ও এএসআই বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উত্তর ভরাট গ্রামের পূর্ব পাড়ার ইমরান হোসেনের ছেলে আজমাইন (৩২) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা শ্বীকার করে আজমাইন। পরে আজমাইনের বাড়ির রান্ন ঘরে তল্লাসী চালিয়ে চুরি যাওয়া ওই কাঠ ও চুরির কাজে ব্যবহৃত হাতুড়ী উদ্ধার করা হয়। আটক আজমাইন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) এনায়েত হোসেনের ভাই।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, একটি স্কুলের বেঞ্চের কাঠ চুরির ঘটনায় আজমাইন নামের একজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।