softdeft

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালনের মালামাল আটক করে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালনের মালামাল আটক করে বিজিবি

ফোকাস মেহেরপুর \ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক পিএসসির মোহাম্মদ খালেকুজ্জামানের নির্দেশনায় ৬ জুন হতে ১২ জুন তারিখ পর্যন্ত বিপুল পরিমান মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালনের মালামাল আটক করে। চুয়াডাঙ্গার অধিনস্থ বারাদী, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী এবং ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ বোতল ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা, ১২০ বোতল মদ, ১৮ পিস শাড়ী, ২৩১ গজ বিভিন্ন প্রকার সীট কাপড়, ১০০ প্যাকেট সিগারেট, ১০০ বোতল ঔষধ এবং ১৪ কেজি ৩০০ গ্রাম চুলসহ ২ জনকে আটক করে।
যার সর্বমোট মূল্য ১৪,২৪,৮০০/- চৌদ্দ লক্ষ চব্বিশ হাজার আটশত) টাকা।
আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত মালিকসহ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Total Page Visits: 756 - Today Page Visits: 1