softdeft

জেলা পর্যায় ৪র্থ বারের মতো সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান

জেলা পর্যায় ৪র্থ বারের মতো সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান

জেলা পর্যায় ৪র্থ বারের মতো সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুজ্জামান।

মেহেরপুর সদর উপজেলার আর আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে মেহেরপুর জেলা শিক্ষা অধিদপ্তর থেকে এই ঘোষনা দেওয়া হয়। এর আগে মোঃ আশরাফুজ্জামান ২০১৭ ও ২০১৮ সালে জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে ভুষিত হন। মোঃ আশরাফুজ্জামান মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি স্বাধীনতা শিক্ষক পরিষদে (স্বাশিপ) এর সভাপতি। মোঃ আশরাফুজ্জামান জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ স্থানীয় সূধি সমাজ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ আশরাফুজ্জামান।

মোঃ আশরাফুজ্জামান জানান, অভিভূত হয়েছি বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দনে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে যারা অভিনন্দন জানিয়েছেন। আর যারা জানাতে পারেননি তাঁদের প্রতি রইলো আমার অকৃত্রিম ও আমৃত্যু ভালোবাসা ।

Total Page Visits: 797 - Today Page Visits: 1