-
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে ‘৩রা নভেম্বর’ জেল হত্যা দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিডিও কনফারেন্স এর মাধ্যামে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পল্লব ভট্ট্রাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যার মোমিনুল ইসলাম মোমিন,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমূখ। এসময় জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়। সভায় বাংলাদেশের রাজনীতিতে জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের কথা তুল ধরেন। পরে সেখানে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেল হত্যা দিবসে মেহেরপুর আওয়ামীলীগের পুষ্পমাল্য অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Total Page Visits: 690 - Today Page Visits: 3