ফোকাস ডেস্ক। বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “বঙ্গমাতা: যে মায়ের চির মমতা আমার অঙ্গে মাখা ” উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে মেহেরপুর মেয়ে কৃতি সন্তান ফারজানা নির্জনা। বুধবার বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে ঢাবিব টিএসসির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র। প্রধান অতিথি ও টাইব্রেকার রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনি এমপি।এসময় শিক্ষামন্ত্রী বললেন, তিনি এক রকম ভক্ত বনে গেছেন ওর বক্তৃতার। সুন্দর আয়োজনটি ছিলো বাংলাদেশ ছাত্রলীগের। অভিনন্দন জানায় বাংলাদেশ ছাত্রলীগকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসিম কুমার উকিল এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
ফারজানা নির্জনা মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ ও জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাহিদা খাতুনের একমাত্র মেয়ে এবং গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড শফিকুল ইসলামের পুত্রবধু।
ফাতেমা ফারজানা নির্জনার পিতা মফিজুর রহমান মফিজ জানান, আমার দুটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে। ফারজানা নির্জনা আমার বড় মেয়ে। সে স্কুল কলেজের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিভাগীয় ভাবে সুন্দর উপস্থাপন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় ভাবে গৌরব অর্জন করেছে। আমি গর্বিত যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা ও আমার বঙ্গবন্ধু” এই দুইটি বিষয় নিয়ে বক্তৃতা দিয়ে প্রথম স্থান অর্জন করেছে। সেই সাথে মেহেরপুর কে জাতীয় পর্যায়ে উপস্থাপন করেছে।