softdeft

তেলের মূল্য বৃদ্ধিতে মেহেরপুরে ফিলিং স্টেশন গুলোতে উপচে পড়া ভিড়

তেলের মূল্য বৃদ্ধিতে মেহেরপুরে ফিলিং স্টেশন গুলোতে উপচে পড়া ভিড়

তেলের মূল্য বৃদ্ধিতে মেহেরপুরে ফিলিং স্টেশন গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

(শুক্রবার) রাত ১২টা থেকে এটি কার্যকর হওয়ার কথা শুনে মেহেরপুরে তেল পাম্প গুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। মেহেরপুরে বিভিন্ন তেলপাম্প ঘুরে দেখা যায় ক্রেতারা আগের মূল্যে তেল ক্রয়ের জন্য বিভিন্ন পাম্পে অবস্থান করেছে।

এসময় ক্রেতারা জানায় সরকার ঘোষিত তেলের মূল্যবৃদ্ধি বারোটার পর থেকে কার্যকর হওয়ার কথা শুনে তারা বর্তমান মূল্য ক্রয়ের জন্য পাম্পে অবস্থান করেছে। এসময় ক্রেতারা তাদের নিজ যানবাহনের পাশাপাশি বোতল বালতি সরঞ্জাম এনে তেল ক্রয় করতে দেখা গেছে।

মেহেরপুরে একাধিক তেলপাম ঘুরে লক্ষ করা যায় কিছু তেলপাম্প ব্যবসায়ীরা ইতিমধ্যে তেলের মূল্যবৃদ্ধির কথা শুনে তেলের পাম্প বন্ধ করে রেখেছে এবং সেইসাথে তেল না থাকার কথা জানিয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

Total Page Visits: 914 - Today Page Visits: 1