আগামী ২৬ শে ফেব্রুয়ারি দেশ ব্যাপী করোনা টিকার প্রথম ডোজ প্রধান আনুষ্ঠিক ভাবে শেষ করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি ব্যাপক ভিত্তিক প্রচারের লক্ষ্যে বহুল প্রচারিত করার জন্য জনস্বার্থে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২ শেষ হচ্ছে কোভিড-১৯ ১ম ডোজ টিকাদান কার্যক্রম।
দেশব্যাপী “ ০১ দিনে ০১ কোটি টিকা ” প্রদানের লক্ষ্যে ও “টিকা নিন জীবন বাঁচান, রুখে দিবো করোনা টিকা নিতে ভুলবো না” শ্লোগান কে সামনে রেখে আগামী ২৬ শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে কোভিড-১৯ প্রথম ডোজ গণটিকা প্রদান কার্যক্রম। ঐ দিনে গন টিকা কার্যক্রমের প্রথম ডোজ সফল করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মূখসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে টিকাদান কার্যক্রম উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হবে। সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল দপ্তরে-কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অত্র কার্যক্রমের আওতায় প্রথম ডোজ হতে বাদ পড়া সকলকে টিকা গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। মেহেরপুর জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে পৌরসভার তত্ত্বাবধানে সকাল ৮:৩০ টা থেকে পুরুষ ও মহিলা বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম সম্পন্ন হবে। টিকাদান কার্যক্রমে আলাদা বুথে ১২-১৭ বৎসরের শিশুদের ফাইজার টিকা প্রদান করা হবে। এই কর্মসূচীর আওতায় ১৭ ঊর্ধ্ব বয়সীদের সিনোভ্যাক টিকা প্রদান করা হবে। উক্ত কেন্দ্রে ১২ বছর ও তদূর্ধর্ব বয়সীদের রেজিস্ট্রেশন/পরিচয়পত্র প্রমাণাদি না থাকলেও শুধুমাত্র লাইন লিস্টিং (নাম,বয়স ও মোবাইল নাম্বার) করে টিকা প্রদান করা হবে।
মেহেরপুর সিভিল সার্জন অফিস জানিয়েছেন, গণটিকার কার্যক্রমে ১ম ডোেজ গ্রহণে বাদ পড়া সকল-কে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এবং জাতীয় এই কর্মসূচী সফল করতে সমাজের সকলের প্রতি সহযোগিতার আহবান জানিয়েছেন।
দেশ ব্যাপী করোনা টিকার ১ম ডোজ আনুষ্ঠিক ভাবে শেষ হতে যাচ্ছে
Total Page Visits: 732 - Today Page Visits: 1