softdeft

দেশ সেরা এ্যাওয়ার্ড পেয়েছেন মেহেরপুরের সাকিরুল

দেশ সেরা এ্যাওয়ার্ড পেয়েছেন মেহেরপুরের সাকিরুল

 

কঠোর পরিশ্রমের ফলে সাবলম্বী হওয়া প্রতিবন্ধী সাকিরুল পেয়েছেন দেশ সেরা এ্যাওয়ার্ড। সারা দেশের মধ্যে যে চারজন প্রতিবন্ধী এ পুরুস্কার পেয়েছেন তাদের মধ্যে সাকিরুল অন্যতম। সে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের কৃষক জামাত আলীর ছেলে। গত ৩ ডিসেম্বর সমাজ কল্যাণ মন্ত্রনায়ল আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশ সেরাদের মধ্যে এ্যাওয়ার্ড প্রদান করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলম।

সাকিরুলের বয়স যখন ১০ কিংবা ১২। আর দশটা ছেলের মতোই সাকিরুল ছিল বেশ চটপটে ও দুরন্তপনা।খেলাধুলায় মেতে থাকত সারাক্ষণ। বন্ধুদের সঙ্গে খেলার ছলে সাকিরুল বাড়ির বৈদ্যুতিক খুঁটিতে উঠে হাত দেয় বৈদ্যুতিক তারে। এতেই ঘটে বিপত্তি। দুটি হাতই ঝলসে যায় । অনেক চিকিৎসার পরও কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত দুটি হাত কেটে ফেলতে হয়। দুটি হাত হারিয়ে সাকিরুল হয়ে পড়েন কিংকর্তব্যবিমূঢ়। সাকিরুলের সঙ্গে তার পরিবারেও নেমে আসে হতাশা। অনেকেই সাকিরূলকে অন্যের দ্বারে হাত পেতে সাহায্য চাওয়ার পরামর্শ দেন। কিন্তু এ পরামর্শ মানতে নারাজ সাকিরুল ও তার বাবা-মা। পারিবারিক ও প্রতিবেশীদের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন ছাগলের খামার। ছাগল পালন করে সংসার চালিয়ে নিজেকে সাবলম্বী করে তুলেছেন তিনি।

৩১তম আন্তর্জাতিক ও ২৪ত জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২২ ইং উৎযাপন উপলক্ষে সফল প্রতিবন্ধী হিসেবে এ্যাওয়ার্ড গ্রহন করেন সাকিরুল । এসময় তাকে নগদ টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশ সেরা এ্যওয়ার্ড পাওয়ায় মেহেরপুর জেলার সরকারি চাকরিজীবীসহ বিভিন শ্রেনীপেশার মানুষ তাকে অভিনন্দন জানান।

মেহেরপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার কাজি মুনসুর আলী জানান, জেলায় অনেক প্রতিবন্ধী রয়েছে তারা অনেক সংগ্রাম করে সংসার চালাচ্ছেন এবং সাবলম্বী হয়েছেন। সমাজ সেবা থেকে একটি তালিকা পাঠানো হয় ঢাকায়। এরমধ্যে সাকিরুলের নামটিও ছিল। সেই তালিকা অনুযায়ী চার জনকে দেশ সেরা প্রতিবন্ধীকে অনুপ্রেরণামুলক সম্মাননা দেয়া হয়। সাকিরুল দেশ সেরা সফল প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরাও তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও সম্মান জানিয়েছি।

মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মহাম্মদ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকিরুল ইসলামকে সমাজ সেবা মন্ত্রনালয় থেকে দেশ সেরা এ্যাওয়ার্ড দেয়ায় আমরা অনেক আনন্দিত। আমরাও সাকিরুলের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছি। সাকিরুলের এই অর্জন অনেক পরিশ্রমি প্রতিবন্ধীদের উৎসাহ যোগাবে। সাকিরুলকে সম্মাননা স্বারক ও নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Total Page Visits: 318 - Today Page Visits: 1