এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী। রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটে রোড়ো ফেরি খানজাহান আলীর সাইলেন্সার পাইপে আগুন ধরে, তবে ফেরিতে থাকা যানবহন ও যাত্রীদের বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানাগেছে, বুধবার ফেরি টি যানবহন নিয়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটে পল্টুনের ভেড়ার আগেই নদীর স্রোত ও বাতাসের গতিবেগের কারনে ইন্জিনের পাওয়ার বাড়ীয়ে দিলে সাইলেন্সার পাইপের কার্বনে আগুন লেগে যায়।
এতে ফেরিতে থাকা যাত্রী আতংকে ছোটাছুটি করে। ফেরিতে আগুন নেভানোর মটর পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রন করতে না পারায় গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এনে ফেরিতে থাকা যানবহন আনলোড করা হয় । তবে আগুনে ফেরিটির প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে কতৃপক্ষ ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো: জামাল হোসেন বলেন, নদীর স্রোত ও সকালে বাতাসের গতিবেগ বেশি থাকায় ফেরিটি পল্টুনে ভিড়তে ইন্জিনের শক্তি বেশি লাগে এতে সাইলেন্সার পাইপের কার্বনে আগুন লেগে যায়। তবে ফেরিতে থাকা যাত্রী ও যানবহনের কোন ক্ষতি হয়নি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ লিডার মো. মাহফুজুর রহমান বলেন, ৭নং ফেরি ঘাটে রোড়ো ফেরি খানজাহান আলীর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি।
তিনি বলেন, আগুনে ফেরিটির প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সাইলেন্সার পাইপে জমে থাকা কার্বন থেকে আগুনের সূত্রপাত।
দৌলতদিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড
Total Page Visits: 846 - Today Page Visits: 1