softdeft

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিজয় দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিজয় দিবস

মেহেরপুর প্রতিনিধি ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৬টা ৩০ মিনিটে কলেজ মোড় ও জেলা পরিষদ চত্ত্বরে অবস্থীত স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মুনসুর আলম খান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
যদিও এবার করোনা ভাইরাসের কারণে কর্মসূচীতে এসছে কিছুটা শিথিলতা। বন্ধ করা হয়েছে কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠান। তবে প্রত্যুশে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মরনে সকলে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় সাবেক মেহেরপুর- আসনের এমপি মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড, ইব্রাহিম শাহিন, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌর আওয়ামীলীগের পক্ষ হতে সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের পক্ষে আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা যুবমহিলা লীগের পক্ষে সভানেত্রী সামিউন বাসিরা পলি, জেলা বিএনপির পক্ষে সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি আব্দুস সালাম বাধন, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, জেলা তাতীলীগের পক্ষ হতে সভাপতি নুর ইসলাম সুবাদ, সাধারন সম্পাদক জুয়েল রানা
মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের পক্ষে মাসুদ রানা, জুহিন আলী, রুপম, শাহাবুল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মুক্তিযোদ্ধারা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও জেলার সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা

Total Page Visits: 791 - Today Page Visits: 2