পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সার্বিক সহযোগিতায় ও পরিবর্তনের মেহেরপুর সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ মার্চ রাত সাড়ে নয়টার সময় মেহেরপুর হোটেল বাজারে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক ও ডিস ব্যবসায়ী শহীদ মিয়া, পরিবর্তন মেহেরপুরের অন্যতম সদস্য ও উদ্যোক্তা সিলন খান, মিলন, হিরন, মাসুম সহ পরিবর্তন মেহেরপুর গ্রুপের সদস্যরা।
সংগঠনের উদ্যোক্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
(Visited 27 times, 1 visits today)
Total Page Visits: 65 - Today Page Visits: 5