softdeft

প্রথম সরকারকে গার্ড অব অনার” প্রদানকারীদের সাথে মতবিনিময় ও উপহার বিতরন

প্রথম সরকারকে গার্ড অব অনার” প্রদানকারীদের সাথে মতবিনিময় ও উপহার বিতরন

 

১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার”প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার বিতরনের আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতীয় এই কর্মসূচিতে নানা ধরনের আয়োজন করেছে আনসার বাহিনী।


মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বিভিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম।


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার জাহিদুল ইসলাম,
ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আশিকউজ্জামান।
কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সোহেলুর রহমান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, এর পক্ষ থেকে
বীরপ্রতিক আনসার সদস্য শহীদ ওয়ালিউর রহমানের পরিবারসহ ১২ জন “গার্ড অব অনার”প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের জন্য নগদ ২৫ হাজার টাকা করে সর্বমোট নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এছাড়াও “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন উপ মহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, খুলনা রেঞ্জ, খুলনা।

“গার্ড অব অনার” প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মোঃ সিরাজ উদ্দিন বলেন, “আমাদের বর্তমান মহাপরিচালক একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাকে পেয়ে আমরা গর্বিত।
গার্ড অব অনার” প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মোঃ আজিমুদ্দিন শেখ বলেন, “গত ৪৩তম জাতীয় সমাবেশে আমরা মহাপরিচালক সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছি। তিনি উদার মনের একজন অভিভাবক এবং এবারই প্রথম আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মহাপরিচালক হিসিবে পেয়েছি ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট আল-মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে বিশেষ কিছু কর্মসূচিতে অংশগ্রহন করে।
পরে সন্ধ্যায় “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের সম্মানে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Total Page Visits: 448 - Today Page Visits: 2