প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড মিয়াজান আলী, এড ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য ইউনুস আলী, সাজেদুর রহমান সাজু, সাইদুর রহমান উজ্জল, আমানুর রহমান সোহেল, আমদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মন্টু মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এড আবদুল্লাহ আল মামুন রাসেল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেকোন পরিস্থিতিতে মেহেরপুর জেলা যুবলীগ সব সময় মাঠে ঢাল হিসেবে উপস্থিত থাকবে। জননেত্রী শেখ হাসিনাকে যারা প্রকাশ্যে হত্যা করার হুমকি যারা দেয় তারা কোন সময় দেশের ভালো চায় না। বিএনপির কোন ষড়যন্ত্র করার চেষ্টা করলে যুবলীগ কখনো থেমে থাকবে না। কঠোর জবাব দেবে।
উল্লেখ্য, রাজশাহীতে বিএনপির নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।