চুক্তি ভিত্তিক নতুন করে দুই বছর মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে পুনঃ নিয়োগ পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। চাকরি জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে টানা দীর্ঘমেয়াদে কর্তব্যরত দায়িত্ব পালন করায় পুনঃরায় একই পদে বহাল করা হয়।
মঙ্গলবার ৩২নম্বর ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এ সময় তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের প্রতি এবং ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ স্বপরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে মহান আল্লাহর নিকট সকলের সুখ ও শান্তি কামনা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা মেট্রোর সকল কর্মকর্তা/ কর্মচারীগণ ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন
Total Page Visits: 236 - Today Page Visits: 0