softdeft

বজ্রপাত থেকে রক্ষা পেতে বনায়ন মেহেরপুর এর তালের চারা রোপন

বজ্রপাত থেকে রক্ষা পেতে বনায়ন মেহেরপুর এর তালের চারা রোপন

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলায় দিন দিন বেড়েই চলেছে বজ্রপাতে নিহতের সংখ্যা। এই বজ্রপাত থেকে কৃষক শ্রমিক ও জনসাধারণের রক্ষা পেতে মাঠের রাস্তায় বনায়ন মেহেরপুর এর উদ্যোগে তালের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মেহেরপুরের গাংনী উপজেলা ভোমরদাহ গ্রামে তালের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বিএটিবির রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর বিএটিবির এরিয়া লিফ ম্যানেজার এস এম কামাল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ।

এই কর্মসূচির আওতায় ভোমরদাহ থেকে হিজলবাড়িয়া গ্রামের রাস্তায় ২০০ তাল গাছের চারা রোপন করা হয়। এছারাও এই মৌসুমে বনায়ন এর উদ্যোগে মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন জায়গায় ২ হাজার ৫ শত তাল গাছের চারা রোপন করা হবে বলে জানান মেহেরপুর বিএটিবির রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ তালুকদার।

Total Page Visits: 1175 - Today Page Visits: 1