বরগুনার আমতলী পৌরশহরের একটি বাসা থেকে ঔষধ কোম্পনীতে কর্মরত ভাড়াটিয়া পারভেজ (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। প্রেমঘটিত কারনে পারভেজ আত্মহত্যা করেছেন বলে স্বজনরা দাবী করেন।
পারভেজ পপুলার ফার্মাসিটিক্যাল নামের একটি ঔষধ কোম্পানীতে ঔষধ প্রতিনিধি হিসেবে আমতলীতে কর্মরত ছিলেন। সে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার ধানিশাপা গ্রামের মোঃ ফারুক হাওলাদারের পুত্র। আমতলী পৌরশহরের হাসপাতাল সড়কের রুহুল আমিন কাজির বাসায় একটি রুম নিয়ে সে ভাড়া থাকতেন।
স্বজনরা জানায়, পারভেজ স্বরুপকাঠি উপজেলার সানজিদা নামে একটি মেয়েকে ভালোবাসতো। কিন্তু এ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে ঝামেলা হওয়ায় সে কিছুদিন ধরে মানুষিক যন্ত্রনায় ভূগতেছিলেন। হয়তো এ কারনেই সে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, শুনেছি প্রেমঘটিত বিষয়ে পারভেজ নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।