মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম বলেন, আপনার সন্তান, ভাই, প্রতিবেশী কোথায় যাচ্ছে, কি করছে সেটা খোঁজ নিতে হবে। তা না হলে ধ্বংস হয়ে যাবে যুব সমাজ, ধ্বংস হয়ে যাবে তরুণ প্রজন্ম। বুধবার বিকেলে মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
তিনি আরও বলেন, আপনারা যারা অভিভাবক আপনাদের কে খেয়াল রাখতে হবে আপনার সন্তান নষ্ট যেন না হয়। টাকার লোভে আপনার সন্তানেরা মাদক ও অনলাইন জুয়াতে টাকা ইনভেস্টি করে ধ্বংস হয়ে যাচ্ছে। মেহেরপুর পুলিশ অনলাইন জুয়া খেলার জন্য অনেকের নামে মামলা হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে কোন কারনে যেন জঙ্গি সংগঠনের সাথে জড়িত না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদের।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ ছিল। বর্তমানে এখন সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে আপনাদের সন্তান মাদকাসক্ত না হয়। আর একটা কথা মনে রাখবেন অল্প বয়সে ছেলেদের মটরসাইকেল কিনে দেবেন না। এতে তার বিপদ তো ডেকে আনলো সেই সাথে পরিবার কে সারাজীবন কষ্টে মধ্যে রাখলো। তাই আসুন আমরা সবাই মাদক কে না বলি।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা
ইচাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
মুজিব শতবর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের মাদক বিরোধী সমাবেশ অনুষ্টত। হয়েছে।
মাদক ব্যবসায়ী সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানার ওসি শাহ দারা খান পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অপু সরোয়ার, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান। বক্তব্য রাখেন, ইচাখালি বিজিবি ক্যাম্প কমান্ডার
আঙ্গুর ভূঁইয়া, বুড়িপোতা ইউপি সদস্য মিলন আহমেদ, ইচাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন।
অনুষ্ঠানের আয়োজন করে বুড়িপোতা ইউপি কমিউনিটি পুলিশিং ফোরাম, ৫নং বিট।
সঞ্জালনায় ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরাম, ৫নং বিটের এস আই জুম্মান।
মাদক ও জুয়াতে করে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ- এসপি রাফিউল আলম
Total Page Visits: 723 - Today Page Visits: 2