softdeft

মুজিবনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

মুজিবনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

মেহেরপুরের মুজিবনগর এ ভোক্তাদের অধিকার ও স্বার্থ রক্ষার্থে ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার একটি রেলী শেষে মুজিবনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ।আরো উপস্থিত ছিলেন জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার , উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফিরোজা আক্তার, উপস্থিত ছিলেন কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক‌ফারূক হোসেন সহ একটি প্রতিনিধি দল, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান। ভোক্তাদের অধিকার রক্ষার্থে বক্তারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান বলেন রমজান উপলক্ষে বাজারে যে সিন্ডিকেট তৈরি হয় সেটিকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। তথ্য সেবা কর্মকর্তা তার বক্তব্যে বলেন, যে সকল মহিলারা বাজার করতে যায় তাদের সাথে বিক্রেতারা দাম বেশি নেওয়ার চেষ্টা করে। এই পুরুষতান্ত্রিক প্রভাবান্বিত বিষয়টি নিয়ন্ত্রণে আনা জরুরী।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস তার সমাপনী সংক্ষিপ্ত বক্তব্যে সকল বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে কাজ করবে মুজিবনগর উপজেলা প্রশাসন। প্রয়োজন হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির প্রবিধান করা হবে। কোন বিশেষ পণ্যের সিন্ডিকেট কে ভেঙে দেওয়া হবে। আলোচনা সভায় উপস্থিত সকলের কাছ থেকে তিনি সঠিক তথ্যের প্রত্যাশা করে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

Total Page Visits: 213 - Today Page Visits: 1