মুজিবনগর উপজেলার স্বরসতী খালে অবৈধভাবে নেট জাল দিয়ে মাছ ধরায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে স্বরসতী খালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযানে নেট জাল উদ্ধার করা হয়।
জানা গেছে, মুজিবনগর উপজেলার স্বরসতী খালে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে আড়াআড়ি বাঁধ নির্মাণ করে অবৈধ ভাবে মাছ ধরছিল এক ধরনের অসাধু লোকজন।
এমন খবর পেয়ে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস মঙ্গলবার সারাদিন বাগোয়ানের অংশ হতে নাজিরা কোনা এবং সোনাপুর পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় স্বরসতী খাল থেকে ৭টি অবৈধ জাল ও কয়েকটি করেন্ট জাল জব্দ করা হয়। স্বরসতী খালকে নেট জালের বাঁধ মুক্ত করে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান গেছে।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম , উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি অফিসের তাজুল ইসলাম , উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আহসান হাবীব। অভিযান শেষে উদ্ধার কৃত নেট জাল ও কারেন্ট জাল উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।
মুজিবনগর স্বরসতী খালে ৭টি নেট ও কারেন্ট জাল জব্দ
Total Page Visits: 787 - Today Page Visits: 1