মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে এসএসসি, দাখিল ও এসএসসি ভােকেশনাল পরীক্ষার প্রথম দিনে মেহেরপুর জেলার ৩টি উপজেলায় ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলাে। রবিবার পরীক্ষা শুরু হওয়ার পরপরই জেলা প্রশাসক ড. মােহাম্মদ মুনসুর আলম খান
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুধা মাে. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন জেলা প্রশাসকের সাথে ছিলেন।
অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে মেহেরপুর জেলার ১৩ কেন্দ্রে এসএসসি ১৪ জন। দাখিল পরীক্ষা দুটি কেন্দ্রে ২১ জন এবং এসএসসি ভােকেশনাল পরীক্ষার ৩ টি কেন্দ্রে ৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
জানা গেছে, মেহেরপুর জেলায় এবার এসএসসি
পরীক্ষার প্রথম দিন পদার্থবিজ্ঞান পরীক্ষায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ২৮১ জনের মধ্যে ২ জন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭০ জনের মধ্যে একজন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড
কলেজ কেন্দ্রে ১৭৬ জনের মধ্যে ২ জন। গাংনী সরকারি মাধ্যমিক বালিকা কেন্দ্রে ১৫০ জনের মধ্যে একজন। বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ১২৫ জনের মধ্যে ৩ জন। জুগিরঘােপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭ জনের মধ্যে একজন। মুজিবনগর
মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০ জনের মধ্যে একজন। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩১ জন। বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭৬ জন। বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬ জনের মধ্যে একজন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জনের
মধ্যে একজন।
দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১১ জনের মধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলাে।
এদিকে এসএসসি দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্র ৫৫৭ পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলাে। প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৭৪ জনের মধ্যে ২০ জন এবং গাংনী
সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদরাসা কেন্দ্রে ১৮৩ জনের মধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলাে। এছাড়াও এসএসসি ভােকেশনাল পরীক্ষায় মেহেরপুর জেলায় ৩টি কেন্দ্রে ১১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জল পরীক্ষার্থী
অনুপস্থিত রয়েছেন। মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৪৫১জনের মধ্যে ৮ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৫৩৮ জনের মধ্যে ২৩ প্রথম দিন
পদার্থবিজ্ঞান-২ জন এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৬ জনের মধ্যে ১১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
মেহেরপুরে এসএসসি পরীক্ষায় ৭৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল
Total Page Visits: 821 - Today Page Visits: 1