softdeft

মেহেরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের

মেহেরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের

 

খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের করা হয়েছে। রবিবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।
এ সময় রোপা ও আমন ধান এর উপর ২২০০ কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি পটাশ সার।
সেই সাথে ২০০ জন পেঁয়াজ চাষিকে
বীজতলা তৈরির জন্য ২শ জনকে ২৮ শত টাকা, ১ কেজি করে বীজ, ২০ কেজি ডিএমপি, ২০ কেজি পটাশ সার, বীজতলা তৈরির জন্য ১৫০ বর্গমিটার পলিথিন, ৫শ গ্রাম সুতালি, ১ শ গ্রাম কীটনাশক দেওয়া হয়েছে।

সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম সহ চাষীরা।

Total Page Visits: 373 - Today Page Visits: 1