বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে আঞ্জুমান মদিনাতুল উমুল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাম্মদিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ইসমাইল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান জনি, সাগর ইসলাম ও রিপন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হোসেন। এছাড়া সর্বোচ্চ সহযোগিতা করেন ক্যাশিয়ার সাইদুর রহমান বাবু ভাই, সাদিকুল ইসলাম ও অন্যান্য সদস্যরা।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন হাসিবুল ইসলাম, ২য় স্থান মাহাবুল রহমান, ৩য় স্থান মাহিদ হাসান
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষকমণ্ডলী ও ওলামায়ে কেরাম। শেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।