softdeft

মেহেরপুরে ছিনতাইকারীদের হামলায় ইজিবাইক ছিনতায় চালক গুরুতর আহত

মেহেরপুরে ছিনতাইকারীদের হামলায় ইজিবাইক ছিনতায় চালক গুরুতর আহত

নাছিম হাসান, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার আলমপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিপন (৩০) নামে এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। আহত শিপন শহরের নতুন পাড়ার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চারজন ব্যক্তি যাত্রী সেজে গাংনী যাওয়ার কথা বলে শিপনের ইজিবাইকটি ২৫০ টাকার ভাড়ায় ভাড়া নেন। ইজিবাইকটি আলমপুরের ধোসার পাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা হঠাৎ চালক শিপনের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। পরে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় মুসল্লিরা রক্তাক্ত অবস্থায় শিপনকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(Visited 8 times, 1 visits today)
Total Page Visits: 112 - Today Page Visits: 37