softdeft

মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে উদ্বোধন হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০। রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা বারাকপুর কমিউনিটি সেন্টারে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন।
এসময় সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন কয়েকটি শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ পাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
মেহেরপুরের তিন উপজেলায় ৪৩১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৩জন শিশুকে নীল রঙের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৫৭৩ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।এ বছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় মোট ৬৮৮৭৩ জন শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে সদরে- ৬-১১ মাসের ২২৫৫টি শিশুকে, ১২-৫৯ মাসের ১৭৫৪০টি শিশুকে। মুজিবনগরে- ৬-১১ মাসের ১১১৩টি শিশুকে, ১২-৫৯ মাসের ৮৬৩১টি শিশুকে। গাংনীতে- ৬-১১ মাসের ৩৮৪১টি শিশুকে, ১২-৫৯ মাসের ৩০২৬২টি শিশুকে । পৌরসভায়- ৬-১১ মাসের ৭৯৪টি শিশুকে, ১২-৫৯ মাসের ৪১৪০টি শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন নাসির উদ্দীন জানান, এ বছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ই অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে। এ বছর সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাস, ইন্সপেক্টর আব্দুল আওয়াল,ই পি আই সুপার আবদুস সালাম,আবু সামাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Total Page Visits: 19 - Today Page Visits: 0