softdeft

মেহেরপুরে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক

মেহেরপুরে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক

মেহেপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র‍্যাব।
গেল রাতে গাংনীস্থ নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করে র‍্যাব-১২ গাংনীস্থ ক্যাম্পের একটি অভিযান দল।
এমএ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
র‍্যাব সুত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এ কারণে তাদের আটক করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

আটক দুজনকে মেহেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানা সুত্রে জানা গেছে।

(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 191 - Today Page Visits: 1