মেহেরপুরের মুজিবনগরে মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া খাইরুল ইসলামের ছেলে।
সে আনন্দবাস প্রাইমারি স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, ইব্রাহিম তার বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। এসময় মাটিবহনকারী অবৈধ ইঞ্জিন চলিত ট্রলি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে, ট্রলি ট্রাক্টর এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরো জানায়, খায়রুল ইসলামের দীর্ঘ দিন সন্তান না হওয়ায় অনেক সাধনা ও টাকা পয়সা খরচ করে তার ঘরে একটি সন্তান জন্ম নেয়। শিশুটি নিহত হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ইব্রাহিমের নানা সাব্বির হোসেন বলেন, ট্রলি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে যাচ্ছিল । সে সব সময় নেশা গ্রস্থ অবস্থায় গাড়ি চালায়। আমরা থানায় মামলা দায়ের জন্য গেলে লোক মারফত হুমকি দিয়েছে। বলে, মামলা করে কোন লাভ নেই। আমি সব দেখে নেব।
নিহত ইব্রাহিম হোসেনের চাচা বললেন, অবৈধ ভাবে মাটি ও বালি তুলে বিক্রি করে। এতে গ্রামের ভিতর দিয়ে গেলে অনেক ধুলা বালি উড়ে। এগুলো গ্রামের মানুষ বলতে গেলে ট্রলি চালক ও মালিকদের হুমকি আসে। প্রসাশনের কাছে বলে কোন লাভ নেই। দিনে দুপুরে এধরনের যান চলাচল বন্ধ করতে হবে। এই শিশু হত্যার বিচার চাই।
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল ডা পার্থ জানান, শিশুটির পিছন দিক দিয়ে ট্রাক্টরে ধাক্কায় গুরুতর আহত হয়েছে। যার কারণে ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নিহত শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।