মেহেরপুর প্রতিনিধি ।
মেহেরপুররে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষীকি পালন। এ উপলক্ষে বুধবার সকাল ১০টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও দলীয় নেতাকর্মীরা এ সময় শ্রদ্ধা নিবেদন করে ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন নাসির উদ্দিন ক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, , যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর ও জেলা যুবলীগের আহ্বায়ক মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফ, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর পূর্বে সকাল ৮ টার সময় বিনা মূল্য চক্ষু সেবা কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চক্ষু হাসপাতালের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল 9 টায় মুজিবনগর-টুঙ্গিপাড়া বিআরটিসি এসি বাসেরও উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজর রহমান রিটনের উদ্যোগে ১০০ পাউন্ডের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে মেহেরপুরবাসী।
মেহেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষীকি ও জাতীয় শিশু দিবস পালন।
Total Page Visits: 893 - Today Page Visits: 5