softdeft

মেহেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

মেহেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মুহাম্মদ মুনসুর আলম খান। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা।সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজিয়া সুলতানা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জনের মাঝে সেলাই মেশিন,১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং পরে সেখানে মোনাজাত করা হয়।

Total Page Visits: 669 - Today Page Visits: 1