softdeft

মেহেরপুরে বৈধ কাগজপত্র না থাকায় ইট ভাটায় টাস্কফোর্সের অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে বৈধ কাগজপত্র না থাকায় ইট ভাটায় টাস্কফোর্সের অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে পরিবেশ দূষণকারীসহ বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা মালিকে দুটি ইট ভাটায় টাস্কফোর্সের অভিযানে ৯ লক্ষ টাকা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউজের পাশে এবং সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ অভিযোগ চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউজের পাশে জহুরুল ব্রিকসে অভিযান চালানো হয়।
এ সময় ইটভাটার বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে ভাটা মালিক জহুরুল ইসলাম নিকট থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৪ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এসবিআর ব্রিকসে একই অভিযান চালিয়ে একই ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। টাস্কফোর্স এর অভিযানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) গাজী মূয়ীদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর ওয়ারেন্ট অফিসার জামান সহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

(Visited 43 times, 43 visits today)
Total Page Visits: 118 - Today Page Visits: 48