পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেরপুর পৌরসভা ২ও ৩ নং ওয়ার্ডের গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউলের কার্ড বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে মেয়র মাহফুজুর রহমান রিটন। সোমবার বিকেলে শহরের থানা পাড়া, হালদার পাড়া, মালোপাড়ায় প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাউলের কার্ড বিতরণ করা হয়েছে।
শহরের ২ নম্বর ওয়ার্ডের একজন অসহায় ব্যক্তি বলেন, মেয়র মাহফুজুর রহমান রিটনে এই কাজটি খুব ভালো লাগলো। যাদের দরকার তাদের কে দেওয়া হচ্ছে। এর আগে মেয়র রিটন করোনা কালীন সময়ে নিজের দিকে না তাকিয়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত বাড়ি ও প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দিচ্ছেন ভিজিএফ এর চাউলের কার্ড।
মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সব ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন। পৌরসভার গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা চালের ভিজিএফ কার্ড নেওয়ার জন্য গরিব ও দুস্থ মানুষ পৌরসভা কার্যালয়ে এসে ধরনা দিচ্ছেন।
তিনি আরও বলেন,গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ এসব ভিজিএফ কার্ড জনপ্রতিনিধি ছাড়াও দলীয় লোকজনের কাছের লোকদের মাঝে বিতরণ করা হয় এমন অভিযোগ অনেকেই দেয়। এই জন্য আমি নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দিচ্ছি এ কার্ড। কেউ যেন বলতে না পারে আমি চালের কার্ড পায়নি।
এসময় উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আবল্লাহ আল মামুন, মহিলা কাউন্সিলর আলপনা খাতুন, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, আমানুর রহমান সোহেল, সাইদুর রহমান উজ্জলসহ নেতা কর্মীরা।
মেহেরপুরে ভিজিএফর চাউলের কার্ড বাড়িতে পৌঁছে দিলেন মেয়র রিটন।
Total Page Visits: 1189 - Today Page Visits: 2