বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলমান ভৈরব নদের পনঃখনন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা সদর ও মুজিবনগর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পর্যন্ত ভৈরব নদের পনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা যতারপুর গ্রামে ভৈরব নদী খননের কাজ শুরু করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান।
বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুল রশিদ, অতিরিক্ত সচিব উন্নয়ন মিজানুর রহমান, অমিতাভ অতিরিক্ত প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল আব্দুল হেকিম,কুষ্টিয়া পওর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে চলমান ভৈরব নদের খনন কাজে মেহেরপুর জেলায় ৩০ কিলোমিটার ও ২৫ কিলোমিটার চুয়াডাঙ্গার অংশ ২য় পর্যায়ে খনন কাজ শুরু করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,
মেহেরপুরে ভৈরব নদের খনন কাজের উদ্বোধন।
Total Page Visits: 1050 - Today Page Visits: 2