মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি এবং বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদ। অভিযানে মেসার্স মোয়াজ্জেম হোসেন নামক সার ও কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানে ড্যাপ সার সরকার নির্ধারিত ১০৫০ টাকার পরিবর্তে ১৩৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না রাখা এবং ক্রেতাদের রশিদ প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বড়বাজারের কেয়া স্টোর নামক দুইটি কসমেটিকসের দোকানে বিএসটিআই অনুমোদনবিহীন এবং পণ্যে নির্ধারিত দাম না থাকার কারণে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং বাজারে ন্যায্যতা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক তামিম ইসলাম ও পুলিশের একটি টিম।