মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পিএইচডি সচিব নুরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শ্যামল সরকার, পাবলিক প্রসিকিউটর ও পূজা উদযাপন পরিষদের সভাপতি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক হ্যাপি সাহা, খুলনা বিভাগের মাস্টার ট্রেইনার কাম ফ্যাসিলেটর মনোতোষ কুমার মন্ডলসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ
মেহেরপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালা
Total Page Visits: 956 - Today Page Visits: 2