softdeft

মেহেরপুরে যৌথ অভিযানে হেরোইন ও নগদ ৫ লাখ ৬২ হাজার টাকাসহ আটক ৪

মেহেরপুরে যৌথ অভিযানে হেরোইন ও নগদ ৫ লাখ ৬২ হাজার টাকাসহ আটক ৪

মেহেরপুরে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও নগদ অর্থসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃতরা হলেন—মল্লিক পাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৫০), মিয়াপাড়ার শাহাদত হোসেন সাজুর ছেলে মোঃ চঞ্চল (৪২), চঞ্চলের স্ত্রী মোছাঃ সাবরিনা এবং মল্লিক পাড়ার মৃত আহম্মেদ আলীর মেয়ে চায়না খাতুন (৪৫)।

তাদের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা এবং হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুরুজ্জামান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

(Visited 99 times, 1 visits today)
Total Page Visits: 468 - Today Page Visits: 5