softdeft

মেহেরপুরে রমেশ ক্লিনিকে আবারো ভুল চিকিৎসার অভিযোগ। উত্তেজনা ক্লিনিক জুড়ে

মেহেরপুরে রমেশ ক্লিনিকে আবারো ভুল চিকিৎসার অভিযোগ। উত্তেজনা ক্লিনিক জুড়ে

পিত্তথলিতে অস্ত্রোপচারের প্রায় দুই মাস পরও রোগী সুস্থ না হওয়ায় ক্লিনিকের উপর চড়াও হয়েছে রোগীর লোকজন। বুধবার বিকালের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া ডাঃ রমেশ ক্লিনিকে রোগীর লোকজন চড়াও হয়।

জানা গেছে প্রায় দুই মাস পূর্বে মেহেরপুর শহরের হালদারপাড়ার বিনোদের স্ত্রী জোসনা মেহেরপুর শহরের মল্লিকপাড়া ডাঃ রমেশ ক্লিনিকে ডাঃ মোস্তফা জাহিদ কামালের নিকট পিত্তথলিতে অস্ত্র প্রচার করেন। অস্ত্র প্রচারের পর জোসনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ক্লিনিকের পক্ষ থেকে তাকে প্রথমে রাজশাহী পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

রাজশাহী এবং ঢাকাতে চিকিৎসা করানোর পরও তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় ভুল চিকিৎসার কারণে জোসনার অবস্থার অবনতি হয়েছে এমন কথা বলে তার আত্মীয়-স্বজনরা ডাঃ রমেশ ক্লিনিকে চড়াও হয়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ এবং ডিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হন।

পরে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে জোসনার আবারো উন্নত চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলার পর বিষয়টি সাময়িক মীমাংসা হয়। উল্লেখ্য সম্প্রতি ডাঃ রমেশ ক্লিনিকে অপারেশনের পর ওই ক্লিনিকের এক নার্সের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো ডাঃ রমেশ ক্লিনিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হলো।

Total Page Visits: 302 - Today Page Visits: 3