softdeft

মেহেরপুরে হত্যা মামলায় কাবিদুলের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

মেহেরপুরে হত্যা মামলায় কাবিদুলের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের ফেরদৌস আলী হত্যা মামলায় কাবিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে জেলা আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। কাবিদুল ইসলাম সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যারাতে ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আজিবুর আলীর ছেলে ফেরদৌসকে ধারালো হেসো দিয়ে কুপিয়ে হত্যা করে । ওই ঘটনায় ফেরদৌসের ভাই রবগুল বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩। তারিখ ২৪/৭/২০১২। পরে মামলার আসামি কাবিদুল ইসলামকে আটক করার পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ে দ-িত করেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম কৌশলী ছিলেন।

Total Page Visits: 853 - Today Page Visits: 2