মেহেরপুর প্রতিনিধি \ সামাজিক শান্তি, জনশৃঙ্খলা, আর্থ-সামাজিক উন্নয়ন আর জননিরাপত্তার প্রতিটি পদক্ষেপে অগ্রদূত জনবান্ধব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি সদস্যের জীবন দেশ-জনতার জন্য উৎসর্গ করে। মেহেরপুর আনসার ও ভিডিবির সদস্যদের অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের সার্কিট হাউজ সড়কের পাশে জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ফায়ারিং স্কোটে প্রশিক্ষন উদ্বোধন করেন। জেলার ৬০ জন আনসার ও ভিডিবির সদস্যদের নিয়ে ২১ দিন প্রশিক্ষন শেষে এ ফায়ারিং অনুশিলন দেওয়া হয়।
এসময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর আনসার সদস্যদের অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ফায়ারিং অনুশীলন
Total Page Visits: 985 - Today Page Visits: 1