softdeft

মেহেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে ৪৫ টি প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

মেহেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে ৪৫ টি প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে আমঝুপি ইউনিয়নে ঈদগাহ পাড়ার রাস্তা উদ্বোধন ও ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে ফুটবল, ভলিবল, ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে আমঝুপি ইউনিয়ন পরিষদের এসকল খেলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি এড ইয়ারুল ইসলাম।
এসময় ইউপি চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম বলেন, লেখা পাড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীরা খেলাধুলা করবে। সেই সাথে শিক্ষার্থীরা ও গ্রামের যুবসমাজ ধ্বংসের দিকে না যেতে পারে ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এধরনের উদ্যোগে নিয়েছেন। মেহেরপুর সকল গ্রামে মাদক থেকে দূরে রাখতে খেলার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাই আমঝুপি ইউনিয়নের ৪৫ টি প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী দেওয়া হলো। এর মধ্যে প্রাইমারি স্কুলে হ্যান্ড বল, মাধ্যমিক বিদ্যালয়ে ভলিবল এবং গ্রামের ক্লাব গুলোতে ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও ক্লাবের সভাপতিগনের হাতে এসকল খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।

Total Page Visits: 760 - Today Page Visits: 1