নাছিম হাসান,মেহেরপুর
“মেহেরপুর প্রতিদিন” পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর প্রতিদিন”-এর সম্পাদক ইয়াদুল মোমিনের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চাঁন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) তারিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ন আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু এবং বড়বাজার তহ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনারুল হক কালু।
আলোচনা সভায় বক্তারা বলেন, মেহেরপুর প্রতিদিন গত আট বছর ধরে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জেলার গণমানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।