softdeft

মেহেরপুর বাজিতপুর সীমান্তে ভারতীয় মহিলার মরদেহ উদ্ধার

মেহেরপুর বাজিতপুর সীমান্তে ভারতীয় মহিলার মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা সীমান্তবর্তী গ্রাম বাজিতপুর সিরিজ খালের পাশে অজ্ঞাত একজন মহিলার মরদেহ পাওয়া গেছে। সোমবার দুপুরে বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর সিমান্তে সিরিজ খালের পাশে অজ্ঞাত এ লাশ পড়ে থাকে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা সীমান্তবর্তী গ্রাম বাজিতপুর সিরিজ খালের পাশে একজন মহিলার লাশ বাংলাদেশের সীমান্তে পড়ে আছে। এ সময় এলাকাবাসী বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের কে অবগত করেন। পরে বিজিবি ক্যাম্প কমান্ডার সদর থানাকে বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছায়। বিষয়টা নিয়ে ভারতীয় বিএসএফ এর ক্যাম্পের সাথে বাংলাদেশের বিজিবি সহ পুলিশ একটি পতাকা বৈঠক করে। বৈঠক শেষে সিদ্ধান্ত নেয়া হয় যে, লাশটি ভারতীয় বিএসএফ পরিচয় শনাক্ত অস্বীকার করায় বাংলাদেশের সীমান্তে লাশটি পড়ে থাকার কারণে মেহেরপুর পুলিশকেই লাশটির বেয়ারিশ লাশ হিসাবে ময়নাতদন্ত করে দাফন কার্যক্রমসহ আঞ্জুমান মফিদুল সংস্থার কাছে লাশটি হস্তান্তর করা হয়।
ভাবে নিতে হয়।

পতাকা বৈঠকের সময় উপস্থিত ছিলেন ভারতী বিএসএফ এর এসি/ ধরমেন্দ্র , এস আই- দীলিপ কুমার এবং বাংলাদেশ বিজিবির বাজিতপুর কোম্পানী কমান্ডার শহিদ সবেদার ও মেহেরপুর থানার ওসি শাহ্ দারা খান।
বাজিতপুর গ্রামপুলিশ আনোয়ার হোসেন জানান, সকালের দিকে বাজিতপুর গ্রামের লোকজন বলা-কওয়া করছিল যেখানে একটি মহিলার লাশ পড়ে আছে। পরে আমি বিজিবি ক্যাম্পে জানায়। তিনি আরো বলেন, আমাদের গ্রামের ঐ পাশে ভারতীয় গ্রাম বেস্টগঞ্জ। ঐ গ্রামের লোকজন আমাদেরকে জানিয়েছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। বিএসএফ অনেক মারধোর করেছে মহিলাটিকে। এর কারণে হয়তো সে মারা গেছে। বাজিতপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে কোন পরিচয় মেলেনি।

বুড়িপোতা ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, আমি মেহেরপুরে ছিলাম। এলাকার লোকজন আমাকে ফোন করে বলে বাজিতপুর সীমান্তবর্তী খালে একটি মহিলার লাশ পড়ে আছে। ঘটনাস্থলে আমি যাই। পরবর্তীতে বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বিএসএফের সাথে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর থানার ওসি শাহ্ দারা খান জানান, দুপুরে আমরা সংবাদটি পাই। আমি নিজে থানার পুলিশ সদস্যদের কে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ লাশটি শনাক্ত করতে পারিনি। পরবর্তীতে বাংলাদেশের সীমানায় থাকায় বেয়ারিশ লাশ হিসাবে ময়নাতদন্ত করে দাফন কার্যক্রমসহ আঞ্জুমান মফিদুল সংস্থার কাছে লাশটি হস্তান্তর করা হয়।

Total Page Visits: 1076 - Today Page Visits: 1