মুখরোচক খাবার খায়, আনন্দে মন ভরায়” এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা’র উদ্যোগে শিশুদের মাঝে এক বেলা আনন্দের আহারের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের সেভেন সিন্স রেস্টুরেন্টে শিশুদের নিয়ে সংগঠনের কর্মীরা এই আয়োজন করেন।
মেহেরপুর ভাবনা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখ এর নেতৃতে সংগঠনের নেতৃবৃন্দের সহযোগীতায় ৩০ জন শিশুকে দুপুরের আহার করানো হয়।
সংগঠনের সদস্যগণ বলেন মেহেরপুর ভাবনা সংগঠনটি বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উন্নয়ন ও মানষিক বিকাশে কাজ করে আসছে। এছাড়াও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজ বিভিন্ন এলাকা থেকে ৩০ জন শিশুকে নিয়ে তাদেরকে একবেলা আহারের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, এই সংগঠনটি বিভিন্ন সময় যেমন বন্যা দূর্গতদের সহযোগিতা, বছরের দুই ঈদে শিশুদেরকে নতুন পোশাক ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে।
এসময় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক সাদাত আসসামি, সদস্য কোহেলী খাতুন, বাছেরা খাতুন, আনিকা, সিয়াম, নাজমুল, অ্যানি, উদয়, রলিপ, তুষারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।