softdeft

মেহেরপুর ভৈরব নদীতে চাইনা দুয়াড়ী জালে আগুন

মেহেরপুর ভৈরব নদীতে চাইনা দুয়াড়ী জালে আগুন

 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আজকে তৃতীয় দিন নির্ধারিত কর্মসূচি আওতায় ভৈরব নদীর পন্ডের ঘাটে জেলা মৎস্য অফিসের অভিযানে ৫০ টার বেশি চাইনা দুয়ারী জাল আটক করে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর পন্ডের ঘাটে জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে ভৈরব নদীতে অবৈধভাবে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকার করছে কিছু অসাধু ব্যাক্তি। তারই পরিপেক্ষিতে আজ সকালে মেহেরপুর পন্ডের ঘাটে অভিযান চালিয়ে নদীর দুই পাড়ে পঞ্চাশের অধিক চায়না দুয়ারী জাল নদী থেকে তুলে আগুন দিয়ে বিনষ্ট করা হয়ছে।

এসময় তিনি আরও জানান, জাল সংক্রান্ত কাউকে স্পটে পাইনি তাদের অনুপস্থিতিতে জাল গুলো নদীতে অবৈধভাবে স্থাপন করা ছিল যেগুলো আমরা উঠাইছি এবং আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য দুই লক্ষ টাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন,প্রধান সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন , মৎস্য খামার কর্মকর্তা
বদিউল আলম জুয়েল জোয়ারদার, শেখ নিজাম উদ্দিন,উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা রাশেদুজ্জামান, মোহন, জামাল, প্রমুখ

Total Page Visits: 692 - Today Page Visits: 1