শফিক ইসলাম, যশোর প্রতিনিধি। এই প্রথম যশোরে “নারী উদ্যোক্তা প্লাটফর্ম” এর ব্যানারে নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের সভাপতি জেসমিন রোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হোসেইন শওকত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফিজ ও এমইউ সি ফুডস্ এর ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও একযোগে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগকে নারীর ক্ষমতায়নের বাস্তব দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেন তিনি। যশোরে এ ধরনের আয়োজনকে নারীর কাজের প্রতি আরো বেশি গতিশীল করে তুলবেন। তিনি আরো বলেন,
করোনা পরবর্তী সময়ে পূর্বের ন্যায় আবারো নারীরা সমাজে তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হবেন বলে মনে করেন উপস্থিত অতিথিরা।
গোলাম হাফিজ বলেন, উদ্যোক্তা উন্নয়নে যেকোন ধরনের সহযোগিতা বিসিক থেকে দেয়া হবে এবং সব সময় তাদের পাশে আছেন বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনের সমন্বয়কারী ও “যশোর নারী উদ্যোক্তা” প্লাটফর্মের সভাপতি জেসমিন রোজ বলেন, আমরা নারী, আমরাও পারি” সুতরাং জয় আমাদের হবে ইনশাআল্লাহ। সম্মেলন শেষে উপস্থিত উদ্যোক্তাদের বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন আগত অতিথিরা এবং এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
যশোরে নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
Total Page Visits: 1686 - Today Page Visits: 3