softdeft

রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে মেহেরপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে মেহেরপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নাছিম হাসান, মেহেরপুর

রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে মেহেরপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২১ই এপ্রিল সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা মেহেরপুর জেলার আয়োজনে একশনএইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশে(জেটনেট-বিডি) সহযোগিতায়
র‍্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিক-উল-আলম, ক্যাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সোসাইটি ফর দি প্রোমশন হিউম্যান রাইটস (এচপিএইচআর)-এর নির্বাহী পরিচালক আবু আবিদ, পল্লী জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, হেলফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলারা জাহান, এবং অপাজিতা মেহেরপুর-এর নির্বাহী পরিচালক রেহেনা খাতুন।

র‍্যালিতে অংশগ্রহণ করেন শতাধিক নাগরিক, নারী ও যুবা নেতৃত্ব, পরিবেশকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা “সৌর-বায়ু শক্তিই ভবিষ্যৎ”, “জ্বালানি রূপান্তরে নারী-যুবার অংশগ্রহণ চাই”, “রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ সফল হোক”—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিগত সম্ভাবনা, নীতিগত সংস্কার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম বলেন, “জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকারের নয়; সমাজের প্রতিটি স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই র‍্যালি সেই প্রয়াসেরই সূচনা।”

(Visited 3 times, 1 visits today)
Total Page Visits: 42 - Today Page Visits: 2