softdeft

লকডাউনে এসবি পরিবহনে জরিমানা। ব্যবসায়ীদের বিক্ষোভ।

লকডাউনে এসবি পরিবহনে জরিমানা। ব্যবসায়ীদের বিক্ষোভ।

ফোকাস মেহেরপুর। লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এসবি সুপার ডিলাক্সের চালক এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে গাংনী সহকারি কমিশনার (ভূমি) নুর-এ আলম সিদ্দিকীর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসবি সুপার ডিলাক্স পরিবহনের -(ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৮০) ওই বাসটি মেহেরপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাংনী বাস স্ট্যান্ডে বাসটি আটক করা হয়।
এসময় দোষ স্বীকার নির্দেশনা ভঙ্গের বিষয়টি আর করবে না বলে মুচলেকা প্রদান করেন বাসের চালক। ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে
লকডাউনে দোনানপাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা শহরের দোকানদার ও তাদের কর্মচারীরা। সোমবার দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে লকডাউন শিথিল করার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটি সভাপতি মাহবুবুর রহমান স্বপন। মিছিলটি গাংনী শহরের বাস স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়

Total Page Visits: 1110 - Today Page Visits: 2