ফোকাস ডেস্ক। চুয়াডাঙ্গায় কঠোর লকডাউনের মধ্যে শহরের নবনির্মিত মাথাভাঙ্গা ব্রিজে ঘুরতে আসায় এক সাথে ৬৫ জনকে ১৬ হাজার ৬ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তারেকে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে চুয়াডাঙ্গা নবনির্মিত মাথাভাঙ্গা ব্রিজে অনেকে ঘুরতে আসেন। শুক্রবার সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালনোর চেষ্টা করে। পরে দুই পাশ থেকে ঘিরে ফেলে ৬৫ জনকে আটক করে।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে মাস্ক পরিধান ও অকারনে মাথাভাঙ্গা ব্রিজে ঘুরতে আসায় ৫শ টাকা করে ও বাকী ৫৩ জনকে ২শ টাকা করে মোট ৬৫ জনকে ১৬ হাজার ৬ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক জাকির হোসেন জানান, শুক্রবা সন্ধ্যার পর মাথাভাঙ্গা ব্রিজে বাতাস খেতে এসেছিল তারা। কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অহেতুক ঘোরাঘুরি করায় ৬৫ জন দর্শনার্থীকে জরিমানা করা হয়েছে। এদিকে, স্বাস্থ্যবিধি না মানা ও অকারনে বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে জেলা প্রশাসনের ৮টি মোবাইল টিম গত ২৪ ঘন্টায় ৭৭টি মামলায় ১৫৯ জনকে ৪০ হাজার ৪৪০ টাকা জরিমানা করেছে।
লকডাউনে নবনির্মিত মাথাভাঙ্গা ব্রিজে ঘুরতে আসা ৬৫ জনের জরিমানা
Total Page Visits: 827 - Today Page Visits: 3