ফিরোজ রহমান, মুজিবনগর। মেহেরপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিন। উপজেলায় প্রশাসনের দৃঢ় অবস্থানের কারণে বিকাল ছয়টার পর পুরো উপজেলায় দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। তারপরও যেখানে খোলা ছিল সেখানে দোকানগুলি বন্ধ করা হয়েছে ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকালে মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে কেদারগঞ্জ বাজার, আনন্দবাস, বাগোয়ান, রতনপুর, শিবপুর, গোপালনগর, রামনগর প্রভৃতি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৫ জনকে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। সার্বিক সহায়তা প্রদান করে মুজিবনগর থানা পুলিশ ফোর্স ও সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম।
কোভিড-১৯ প্রতিরোধকল্পে ও জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
লকডাউনে ২য় দিনে মুজিবনগরে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ও প্রশাসনের কঠোর নজরদারি
Total Page Visits: 921 - Today Page Visits: 1