softdeft

সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই-মেয়র রিটন

সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই-মেয়র রিটন

মেহেরপুর প্রতিনিধি \ মুজিব জন্মশতবর্ষে বিজয়র মাস উদযাপন উপলক্ষে মেহেরপুরে “মেয়র কাপ” টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে সরকারি বালক বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেয়র কাপ টি-২৯ ক্রিকেটের উদ্বোধন করেন পৌর মেয়র ও খেলা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মেয়র মাহফুজুর রহমান রিটন। সেইসাথে জাতীয় পতাকা, পৌরসভার পতাকা এবং মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের পতাকা উত্তোলন করা হয়।
পৌর মেয়র রিটন বলেন, দিন দিন মাঠ কমছে। অথচ যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা বেশ জটিল অবস্থা ধারণ করেছে। একটা সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। এখন সব স্কুলে খেলাও ঠিক মত হয়না। আমি খেলাধুলা জগতের মানুষ। বর্তমানে মেহেরপুর জেলায় খেলার এমন দুরাবস্থায় আমি খুব বেদনা হত।


করোনাকালের এই স্থবিরতা বেশিদিন রাখা যায়না, এটা কাটানোর জন্য খেলাধূলার বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন,বর্তমানের কিশোর-যুবারা এখন আর আমাদের মতো মাঠে গিয়ে খেলেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলোর আসক্তি থেকে আমাদের তরুণ সমাজকে বের করে আনতে হবে। কিশোর-যুবকদের অপরাধ ও অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। আপনারা জানেন আমরা সব সময় চেষ্টা করে থাকি খেলা ধুলার মাধ্যমে যুবকরা যেন ভালো দিক নিদের্শনা পাই এবং ভালোর দিকে চলতে পারে। খেলাধুলার পাশাপাশি মেহেরপুরে প্রতিটি শহর-গ্রাম, পাড়া মহল্লায় খেলার ব্যবস্থা করে দিতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের। যদি কোন ছেলে খারাপ দিকে চলে যায় তাহলে সেই পরিবারটি ধ্বংসের দিকে চলে যেতে পারে। আগামীতে যুবকদের ভালোর জন্য এধরনের খেলাধুলার ব্যবস্থা করে যাবো। খেলা হচ্ছে আনন্দর জিনিস।


বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিয়াজান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পৌরসভার ২ নং ওয়ার্ডের অসম্প্রদায়িক একাদশ ও ৭ নং ওয়ার্ডের সেভেন টাইগার একাদশ। পৌরসভার ৯টি ওয়ার্ডের খেলোয়াড় নিয়ে তিনটি গ্রæপে এ খেলা অনুষ্ঠিত হবে। খেলায় কোচের দায়িত্বে আছেন জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন। এসময় পৌর কাউন্সিলরগন ও শতশত দর্শক খেলাটি উপভোগ করেন।
এসময় খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা মাহবুব আলম ডালিম, আমানুর হাসান সোহেল, সাইদুর রহমান উজ্জল, হামিদা খাতুন, আলপনা খাতুন, শিউলী খাতুন, আহ্বায়ক নুরুল আশরাফ রাজিব, সদস্য ও পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, শাকিল রাব্বি ইভান, সৈয়দ আবু আব্দুল্লাহ, সৈয়দ মঞ্জুরুল কবির, সোহেল রানা, মীর জাহাঙ্গীর আলম প্রমূখ।


উদ্বোধনী খেলায় ৭ নং ওয়ার্ডের সেভেন টাইগার ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটে নেমে ২০ ওভার খেলে ১৬৫ রান করে। পরে ২ নং ওয়ার্ডের অসম্প্রদায়িক ক্রিকেট একাদশ ২০ ওভার শেষে ১০৭ রান করে ৮ ইউকেট পতন হলে খেলায় পরাজিত হয়।

Total Page Visits: 860 - Today Page Visits: 2