ফোকাস মেহেরপুর \ মেহেরপুর সদর উপজেলা ময়ামারী গ্রামে অসাবধানবশত আগুন লেগে ৭জন কৃষকের প্রায় তিন বিঘা জমির পাকা গম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমঝুপি উত্তর পাড়া- ময়ামারী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত্র কৃষকেরা হলেন ময়ামরী গ্রামের আব্দুস ছাত্তার, আজিত মিয়া, আব্দুল মজিবার, মান্নান মিয়া, আব্দুল ওয়াল, হাশেম আলী, আমঝুপি গ্রামের রনু মিয়া। সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে রনু মিয়ার। তার ১ বিঘা জমির গম পুড়ে ছাই। ঐমাঠে মানিক নামে একজন কৃষক তার জমিতে গমের ডাঁটা/খড় পোড়ানো থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতি রবিশস্য মৌসুমে ময়ামারি গ্রামের মাঠে শতাধিক বিঘা গম আবাদ করা হয়েছে। মাঠের অধিকাংশ জমির গম পেকে গিয়েছে। এরই মধ্যে অনেক কৃষক গম কাটা ও মাড়াই শুরু করেছেন। গত কয়েক দিন আগে ওই মাঠের কৃষক মানিক, মোজাম্মেল, আরজান আলীসহ কয়েকজন কৃষক তাদের জমির গম কেটে নিয়ে যান। পরে আজ বৃহস্পতিবার দুপুরে মানিক মিয়া তার ৫ কাঠা জমির গমের ডাঁটা/খড় পুড়িয়ে দিতে আগুন লাগিয়ে দেয়। একপর্যায়ে গমের খড় পুড়তে পুড়তে আগুন আশপাশের পাকা গমের জমিতে ছড়িয়ে পড়ে। এ সময় মাঠের থাকা কৃষকরা টের পেয়ে আগুন নেভায়। তবে এর আগেই ৭/৮ জন কৃষকের প্রায় তিন বিঘার বেশী জমির পাকা গম আগুনে পুড়ে যায়। এতে অন্তত ৫০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতির শিকার হয় ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। তবে ক্ষতিগ্রস্ত ওই কৃষকেরা এ বিষয়ে এখনো কারো কাছে কোনো অভিযোগ করেননি।
ওই গ্রামের কৃষক মান্নান মিয়া বলেন, আমি জমির গম কাটার জন্য মাঠে আসছিলাম। পাশে মানিক নামে একজন কৃষক তার জমির খড়ে আগুন দেয়। আমি তাকে মানা করলাম পরে দিতে। কিন্তু সে আমার কথা না শুলে গমের খড়ে আগুন দেওয়ার সাথে সাথে বাতাসের বেগে আমার গমের জমিতে আগে আগুন লাগে। এত আমার প্রায় ১ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো। একই অভিযোগ সকল কৃষকের।
ময়ামারি গ্রামের ইউপি সদস্য মিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো কৃষকদের অভিযোগ আসেনি। বিকালে ওই সকল জমির মালিক এবং গ্রামের লোকজন নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকতা নাসরিন পারভিন জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। কৃষি বিভাগের পক্ষে থেকে লোক পাঠানো হবে। আমাদের পক্ষে যতটুকু করা যায় আমরা তা করবো ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য।
৫ কাঠা জমির খড় পুড়াতে কয়েক বিঘা জমির গম পুড়ে ছাই
Total Page Visits: 833 - Today Page Visits: 1